নারায়ণগঞ্জে একই স্থানে ২ গ্রুপের গণজমায়েত ডাকায় ১৪৪ ধারা জারি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

নারায়ণগঞ্জে একই স্থানে হেফাজত ইসলাম ও আহলে সুন্নাত ওয়াল জামাত গণজমায়েত ডাকায় উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ রবিবার সকালে জেলা প্রশাসনের এক প্রজ্ঞাপানে এ নির্দেশ জারি করা হয়ে।  এর আগে গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসন উভয় পক্ষকে জানান, রবিবার কোনও ধরনের সমাবেশ বা গণজমায়েত হবে না।

 

বিষয়টি নিশ্চিত করে আজ রবিবার সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিমউদ্দিন জানান, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারার জন্য বলা হয়েছে। দু’টি গ্রুপ একই স্থানে গনজমায়েতের ডাক দিয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে রবিবার সকালে ১৪৪ ধারা জারি করা হয়েছে।  কেউ আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে শনিবার রাতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওলামা পরিষদ ও হেফাজাত নেতৃবৃন্দসহ আহলে সুন্নত ওয়াল জামাতের নেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন। বৈঠকে উভয় পক্ষকে জানিয়ে দেওয়া হয়ে কোনও ধরনের জমায়েত ও উচ্ছৃঙ্খল আচরণ করা যাবে না। সেই সঙ্গে উস্কানিও চলবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023