স্টাফ রিপোর্টার, ঢাকা
কুমিল্লার তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহাম্মদ ফকিরের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।
সোমবার সকালে ভিডিওটি ভাইরালের পর উপজেলায় সর্বস্তরের মানুষের মাঝে সমালোচনার ঝড় উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ফরহাদ ফকির একজন মাদকাসক্ত। তাকে দল ও চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করা না হলে তিতাসে মাদক সমস্যা আরও বৃদ্ধি পাবে।
ইয়বা সেবনের ভিডিও ভাইরালের বিষয়ে ফরহাদ ফকির বলেন, বিষয়টি কোন কারণে হয়েছে। ভাই এসব নিয়ে না লিখলে হয় না!