স্টাফ রিপোর্টার, ঢাকা
করোনাভাইরাসে নারায়ণগঞ্জে পুলিশের এক পরিদর্শক, এসপির গাড়িচালকসহ মোট ১৪ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। আর জেলাটিতে কর্মরত র্যাব-১১’র বিভিন্ন পদমযার্দার ২০ সদস্য কোয়ারেন্টিনে আছেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, গত এক সপ্তাহে জেলা পুলিশের এক পরিদর্শক, পুলিশ সুপারের (এসপি) গাড়িচালক, দুজন অফিস সহায়ক, একজন সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) ১১ পুলিশ সদস্য করোনাভাইরাসের আক্রান্ত হন। এরপর গত মঙ্গলবার রাতে আরও তিন কনস্টেবলের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলে এ সংখ্যা ১৪ জনে দাঁড়ায়।
এ ছাড়া জেলা পুলিশের একজন নারী কনস্টেবলের জ্বর–সর্দির মতো উপসর্গ রয়েছে বলেও সূত্রটি জানায়। নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম জানান, তার গাড়িচালক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে প্রতিদিন ১০–১২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি বলেন, যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের কোনো উপসর্গ দেখা যায়নি। নমুনা পরীক্ষার পর তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। তারা সবাই সুস্থ আছেন। তিনজনকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজন বাড়িতে ও অপর সাতজন শহরের মাসদাইর পুলিশ লাইন্সে আইসোলেশনে আছেন।
র্যাব-১১’র ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, জ্বর–সর্দির মতো উপসর্গ দেখা দেওয়ায় বিভিন্ন পদমর্যাদার ২০ র্যাব সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের মধ্যে ১০ জনের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে। এখনো ফলাফল পাওয়া যায়নি।