স্টাফ রিপোর্টার, ঢাকা
করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় দেশজুড়ে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে ভাইরাসটিতে ৬ জনের মৃত্যু ও ৫৬ জন আক্রান্ত হয়েছেন। রোগটি সংক্রমিত হওয়ায় অনেক চিকিৎসক ভয়ে চেম্বারে বসছেন না। এছাড়া অনেক হাসপাতালে টেকনিশিয়ানরা কর্মস্থলে না থাকায় রোগ নির্ণয়ের পরীক্ষাও বন্ধ বলে অভিযোগ রয়েছে।
এমনকি অনেক রোগী কয়েক হাসপাতাল ঘুরেও চিকিৎসা না পেয়ে মারা গেছেন- এমন ঘটনা প্রায়ই গণমাধ্যমে আসছে। রোগী রেখে চিকিৎসকদের পালিয়ে যাওয়ার ঘটনাও পাওয়া গেছে। এমন বাস্তবতায় সাধারণ রোগ-বালাই নিয়েও দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
তারা বলছেন, গলা বেথা পেট বেথা নিয়ে হাসপাতলে গেলেও ডাক্তার না থাকায় ফিরে আসতে হয়। আবার ডাক্তার থাকলেও বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষার করতে গেলে হাসপাতাল থেকে বলা হয় স্টাফ নাই। যার কারণে পরীক্ষা করাও সম্ভব হচ্ছে না।
আবার অনেকেই বলছেন, যানবাহন চলাচল বন্ধের মধ্যে অনেক দূর থেকে বহু কষ্টে হাসপাতালে আসতে হয়। অথচ ডাক্তার অনুপস্থিতির কারণে ফিরে যেতে হয়।
বিশ্লেষকরা বলছেন, করোনা সংক্রমিত হওয়ার ভয়ে অনেক ডাক্তার ও হাসপাতলের কর্মীরা আসছে না। তাছাড়া যানবাহন বন্ধ থাকায় অনেকে অফিসে না গিয়ে থাকতে পারেন। এছাড়া অনেক চিকিৎসক এবং নার্সরাও সুরক্ষা সরঞ্জামের (পিপিই) অভাবে রোগী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। সারাদেশে একই অবস্থা মনে করছেন তারা।