সোনমের অনুরোধ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

বিনোদন ডেস্ক

করোনা ভাইরাস ছড়ানো আটকানোর অন্যতম কার্যকর উপায় ভিড়ের সংস্পর্শে না আসা এবং যতটা সম্ভব ঘরের বাইরে না বেরোনো। ভারতে করোনার প্রভাব বিস্তার হওয়ার সঙ্গে সঙ্গেই নিজেদের বাড়ির চৌহদ্দিতেই আটকে রেখেছেন বলিউড তারকারা। এবার সেই তালিকায় নাম লেখালেন  সোনম কাপুর। এমন বিশ্ব সংকটে পরিবারের সঙ্গে থাকতে স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডন  থেকে মুম্বই ফিরে এলেন সোনম কাপুর।  সোশ্যাল মিডিয়ায় মাস্ক পরে একটি ভিডিও শেয়ার করেছেন নায়িকা। সেই ভিডিওতে তিনি বলেছেন, আমার স্বামীর সঙ্গে ভারতে ফিরছি। বাড়ি ফেরার অধীর অপেক্ষায় রয়েছি। অন্য আর একটি ভিডিওতে সোনম-আনন্দকে বিমানের ভিতরে বসে থাকতে দেখা গিয়েছে। দেশে ফিরে অবশ্য ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে  সোনম ও আনন্দকে।

 

আর কোয়ারেন্টিনে থাকার বিষয়টিকে বেশ ইতিবাচকভাবে দেখছেন সোনম। তিনি বলেন, করোনা ভাইরাস যেভাবে সারা বিশ্বে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে, সেখানে অবশ্যই কোয়ারেন্টিনে থাকার দরকার রয়েছে। এটা অবশ্যই সবার মানা জরুরি। নিজের জন্য, স্বজনদের জন্য এবং দেশের জন্য এতটুকু তো আমাদের করতেই হবে। সবাইকে বিয়ষটি মেনে চলারও অনুরোধ করেন তিনি। এদিকে ভারতের বিভিন্ন চলচ্চিত্র সংগঠন,  ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়ান সিনে এমপ্লোয়িজ, ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস এসোসিয়েশন এবং প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া রবিবার সিদ্ধান্ত নিয়েছে ১৯ থেকে ৩১শে মার্চ পর্যন্ত টিভি শো, ওয়েব সিরিজ এবং ছবির শুটিং সম্পুর্ণ বন্ধ থাকবে। কেউ শুটিং করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023