স্টাফ রিপোর্টার, ঢাকা
সাভারের ধামরাইয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ গাছ কাটার সময় একটি গাছ সিএনজির ওপর পড়ে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে। সোমাবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, কালামপুর বালিয়া সড়কটির গাছ কেটে নিচ্ছিল একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। গাছ কাটার সময় খেয়াল না করাই অনেক বড় একটি গাছ যাত্রীবাহী সিএনজির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় ৪ জন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপর চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।