নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রানা বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের লোকজন শান্তিতে ধর্মীয় উৎসব পালন করতে পারেনি। তবে আওয়ামী লীগ সরকারের সময় হিন্দু সম্প্রদায়ের লোকজন সকল ধর্মীয় উৎসব শান্তিতে পালন করছে। বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সম্প্রীতির এ বন্ধন অটুট রাখতে হবে। কোনো অশুভ শক্তি যাতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
শুক্রবার রাতে উপজেলার চাকলমা গ্রামে হরিবাসর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। চাকলমা হিন্দু পশ্চিমপাড়া বারোয়ারি মন্দির কমিটির সভাপতি সুধির চন্দ্রের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আব্দুল হাদী বাদল, জুলফিকার আলী, মোতাহার আলী, বাচ্চু সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি তীর্থ সলিল রুদ্র, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরফুল হক উজ্জল, স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, পৌর শ্রমিকলীগের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক সানোয়ার হোসেন মিলন, পৌর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান, ছাত্রলীগ নেতা আল-জাহিদ, রিমন প্রমুখ।