পাপিয়াকাণ্ড
ফেসবুকে ভাইরাল নাম-ভিডিও তদন্তের আওতায়
রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৪ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

বর্তমানে বাংলাদেশে একটি আলোচিত নাম শামীমা নূর পাপিয়া। গ্রেপ্তার হবার পর থেকেই তার বিভিন্ন টিকটক ভিডিওসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এছাড়াও গত কয়েকদিন ধরে ফেসবুকের বিভিন্ন গ্রুপে ঘুরছে একটি নামের তালিকা। যেখানে লেখা রয়েছে, পাপিয়াকাণ্ডে জড়িত ব্যক্তিদের তালিকা।

 

জড়িত হিসেবে কয়েকজন সচিব, সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তা, সংসদ সদস্য, টকশোর আলোচক, রাজনীতিবিদ, ব্যবসায়ীর নাম সোশাল মিডিয়ায় এসেছে। যদিও, এ তালিকার কোনো সত্যতা এখনো পাওয়া যায়নি। তবে শামীমা নূর পাপিয়ার ওয়েস্টিন হোটেলকেন্দ্রিক কারবারে জড়িত হিসেবে যেসব রাজনীতিক, আমলা, ব্যবসায়ীদের নাম সোশাল মিডিয়ায় ঘুরছে, তাদের তদন্তের আওতায় আনছে পুলিশ।

 

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিযোগ ও মামলা সংক্রান্ত কিছু ভিডিও এবং কিছু তথ্য প্রকাশ পাচ্ছে। আমরা প্রতিটি বিষয়ই আমলে নিয়েছি। প্রতিটি বিষয়ই গুরুত্ব সহকারে আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে যে কোনো গুরুত্বপূর্ণ ও রেলেভেন্ট ইলিমেন্ট আমরা পিক করছি। সবকিছু সাপেক্ষেই আমরা ব্যবস্থা গ্রহণ করব।

 

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পাপিয়ার সঙ্গে জড়িত হিসেবে বিভিন্নভাবে যাদের নাম আসছে, তাদের মোবাইল ফোনের কল লিস্ট সংগ্রহের কাজ চলছে।পাপিয়ার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনে বহু ভিডিও পাওয়ার কথাও জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা, যেগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে।

 

ওয়েস্টিন হোটেলের মূল মালিক ব্যবসায়ী নূর আলীর সঙ্গে পাপিয়ার গল্প করার একটি ভিডিও ইতোমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, ওয়েস্টিনের মালিক ও পরিচালনা কর্তৃপক্ষের শীর্ষ ব্যক্তিরা পাপিয়ার অপকর্মের কথা ভালোভাবেই জানতেন।

 

তাই ওয়েস্টিন হোটেলকেও তদন্তের আওতায় আনতে চাইছে র‌্যাব। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে র‌্যাব। বর্তমানে ৩ মামলায় পাপিয়াকে ১৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার স্বামী নরসিংদীর সাবেক ছাত্রলীগ নেতা মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনকেও।

 

পুলিশ কর্মকর্তা সোহেল রানা বলেন, জিজ্ঞাসাবাদে আমরা যে সব তথ্য পাচ্ছি, সেগুলো আমরা বিশ্লেষণ করছি। তার এই অপকর্মের সাথে যদি অন্য কারও কোনো রকমের সংশ্লিষ্টতা আমরা পাই। আমরা তাদেরকেও বিবেচনায় নিচ্ছি। আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে এই তদন্তকে বিবেচনা করছি। এইক্ষেত্রে আমাদের চেষ্টা ও আয়োজনের কোনো অপর্যাপ্ততা থাকবে না।

 

দুর্নীতি দমন কমিশনও পাপিয়ার সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে। এজন্য পাপিয়ার হোটেল লেনদেনের তথ্য চেয়ে ওয়েস্টিন হোটেল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে তারা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023