ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচার করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ নিমগাছী ইউনিয়ন শাখার কার্যালয়ে প্রবেশ করে এ ছবিসহ আসবাব ভাংচুর করার ঘটনা ঘটে। এ ঘটনায় নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ও ওই ইউনিয়নের জয়শিং গ্রামের মৃত আবুল হোসেন মন্ডলের ছেলে হাসান আলী বাদি হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
বাদির অভিযোগ পত্র সুত্রে জানা যায়, হাসান আলীর সহিত একই ইউনিয়নের জয়শিং গ্রামের মৃত কলিম উদ্দন ফকিরের ছেলে আবুতাহের ফকির (৬০), আবু তাহের ফকিরের ছেলে ফরহাদ হোসেন বলাই (২৮), আবু সাইম ফারুক (৩৫), শিয়ালী গ্রামের মৃদ আব্দুর রউফের ছেলে মাসুদ রানা (৪৫), মৃত আলেপ নুরের ছেলে মাসুম (৩৫), ফিরোজ বাবু (২০), ধামাচামা গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে মহমুদলর হাসান মিলন (৪৫), সোনাহাটা গ্রামের ছামসুল হকের ছেলে মোস্তাফিজার রহমান (৩৫), মৃত সোহরাব আলীর ছেলে সাকিল ইসলাম (২৫) ও জয়শিং গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে রবিউল ইসলাম (২৮) এর দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
এরূপ চলাকালীন সময়ে গত ১৯ ফেব্রুয়ারি ২০২০ বুধবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। কার্যালয়ে হাসান আলীকে না পেয়ে তারা কার্যালয়ে টাঙ্গানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ কার্যালয়ে ব্যবহৃত চেয়ার, টেবিল ও অন্যান্য আসবাব ভাংচুর করে এবং প্রয়োজনী কাগজাদী ছুড়ে ফেলে দেয়।
স্থানীয় জনতা এগিয়ে আসলে তারা ঘটনাস্থল থেকে চলে যায়।