বগুড়া সদর থানার অনন্য পুলিশ অফিসার বদিউজ্জামান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া
আমরা অনেক ওসির কথা শুনেছি। চলুন আজ এমন এক অফিসারের কথা শুনি, যিনি এক অনন্য পুলিশ অফিসার। তার নাম এস. এম. বদিউজ্জামান।অফিসার ইনচার্জ,সদর থানা,বগুড়া।যিনি ১৯৬৯ সালের ১ লা এপ্রিল বাগেরহাট জেলার সদর থানার অন্তর্গত কান্দারপাড়া নামক গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।৫ ভাই বোন দের মধ্যে তিনি কনিষ্ঠতম পুত্র। তিনি ছাত্র জীবনে ছিলেন অন্যন্য মেধাবী।বর্তমানে এই মেধাবী অফিসার ১৯৮৫ সালে কান্দাপাড়া এনএন হাই স্কুল থেকে এসএসসি এবং সরকারী পিসি কলেজ ,বাগেরহাট থেকে ১৯৮৭ সালে কৃতিত্বের সহিত এইচএসসি পাস করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিভাগ খেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।বিচক্ষণ এই পুলিশ অফিসার ১৯৯২ সালে আউট সাইড ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।টানা ১ বছর সফলতার সহিত বাংলাদেশ পুলিশ একাডেমী,সারদাতে মৌলিক প্রশিক্ষণ শেষ করে ১৯৯৪ সালে যশোর জেলাতে পিএসআই হিসেবে যোগদান করেন।চাকুরী জীবনে তিনি পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে যশোর,কুষ্টিয়া ও ডিএমপি তে চাকুরী করেন। ২০০৭ সালের ১৩ মার্চ তিনি পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করেন।সাহসী এ পুলিশ অফিসার, অফিসার- ইন- চার্জ(ওসি) হিসেবে ঝিনাইদহ,কুমিল্লা,চট্টগ্রাম,ডিএমপিতে সফলতার সহিত দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বগুড়া সদর থানায় কর্মরত ।

 

 

এই অফিসার চাকুরী জীবনে তিনি গুরত্বপূর্ণ মামলা তদন্ত করে অপরাধীদের মুখোশ উন্মোচন করেন। এছাড়াও তিনি সাহসীকতার সাথে ডাকাতীর ক্লুলেস মামলা উদঘাটন সহ ডাকাতদলকে গ্রেফতার করতে সক্ষম হন।শুধু তাই নয়, অকুতোভয় ব্যাক্তিত্বের স্বরূপ তিনি জীবন বাজী রেখে অস্ত্র উদ্ধার করেন।এই সাহসীকতার স্বীকৃতির স্বরুপ তিনি ২০০০ ও ২০১৮ সালে বাংলাদেশ পুলিশের গুরুত্বপুর্ণ পদক হিসেবে খ্যাত, আইজিপি পদক লাভ করেন। বর্তমানে বাংলাদেশ পুলিশের গুরুত্বপুর্ণ কাজ হিসেবে পরিচিত কমিউনিটি পুলিশিং এর ক্ষেত্রে তার ভূমিকা প্রসংশার দাবি রাখে।তারই স্বীকৃতিস্বরুপ তিনি বর্তমানে আলোচিত মাদক,সন্ত্রাস,ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।পুলিশিং ব্যাবস্থাপনায় তিনি সাধারণ মানুষদের অংশগ্রহণ করিয়ে নতুন পুলিশিং ব্যাবস্থাকে আরও জনবান্ধব করতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন।

 

শুধু যে তিনি একজন অফিসার-ইন-চার্জ এমনটি নয়। তিনি একজন মোটিভেশনাল বক্তাও বটে।এরই ধারাবাহিকতায় তিনি ছাত্র ছাত্রীদের লেখাপড়া বিষয়ে ক্লাশ নিয়ে বর্তমানে তাদের নিকট ওসি আংকেল হিসেবে পরিচিতি লাভ করেছেন। এস. এম. বদিউজ্জামান অফিসার ইনচার্জ,সদর থানা,বগুড়া মহোদয় পারিবারিক ভাবেও সুখী।তিনি দুই পুত্র সন্তানের জনক।বড় ছেলে নাফিজ মাস্টারমাইন্ড স্কুল উত্তরা ঢাকায় ইংলিশ মিডিয়ামে সপ্তম শ্রেণীতে লেখাপড়া করে।ছোট ছেলে নাসিফ এর বয়স সবে মাত্র ৩ বছর। এছাড়াও কর্মকর্তা- কর্মচারী বান্ধব এই পুলিশ অফিসার সকলের সমন্বয়ে থানা এলাকাকে করেছেন প্রশংসনীয়।তিনি মাদককে করেছেন নিয়ন্ত্রণ এবং তার লক্ষ্য মাদককে শূন্যের কোঠায় নামিয়ে আনা। এর জন্য তিনি বদ্ধ পরিকর।তারই ফলশ্রুতিতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।তিনি বিশ্বাস করেন সমাজের সকলেই এগিয়ে আসলে মাদককে শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। সামাজিক কার্যকলাপ বাস্তবায়নে তার রয়েছে অনস্বীকার্য অবদান। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023