মধ্য আকাশে শিশুর জন্ম, কলকাতায় জরুরি অবতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
A law enforcement officer patrols the Pride Rock residence hall at Texas A&M-Commerce after a deadly shooting in Commerce, Texas, Monday, Feb. 3, 2020. At least a few women were killed and a child was wounded in the shooting Monday morning at the university dormitory in Texas, officials said. (Don Wallace/The Herald-Banner via AP)

ডেস্ক রিপোর্ট

দোহা থেকে ব্যাংকক যাওয়ার সময় উড়োজাহাজেই একটি শিশুর জন্ম দিলেন থাইল্যান্ডের এক নারী। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটার পরে ওই উড়োজাহাজটিকে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। খবর এনডিটিভি’র।

কর্মকর্তারা জানান, ২৩ বছর বয়সী থাইল্যান্ডের অন্তঃসত্ত্বা নারী কাতার এয়ারওয়েজের বিমান কিউআর-৮৩০-এ উঠেছিলেন। পরে প্রসব যন্ত্রণা শুরু হলে সহযাত্রীরা কেবিন ক্রুকে খবর দেয়। উড়োজাহাজটিতে অন্যান্য যাত্রীদের সহায়তায় ওই নারীর শিশুটি জন্ম নেয়।

 

পুরো বিষয়টি জানার পর, উড়োজাহাজটির চালকরা কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষকে সেটি জানায়। পরে অনুমতি মিললে উড়োজাহাজটিকে মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

 

এরপরে ওই নারী যাত্রী ও তার সদ্যজাত শিশুকে অ্যাম্বুলেন্সে করে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী, মা ও সন্তানের অবস্থা ভালো এবং চিকিৎসকরা তাদের নজরে রেখেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023