নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রানা। মঙ্গলবার দুপুরে ৩ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে উপজেলার জামালপুর পাঁচপীর দাখিল মাদ্রাসার চারতলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মাদ্রাসার সুপার মজিবুর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি জাহেদুর রহমান, ইউপি সদস্য গোলাম হোসেন, শিক্ষক দেলোয়ার হোসেন, খায়রুল ইসলাম, আ’লীগ নেতা মুক্তার হোসেন, পৌর শ্রমিকলীগের সাধারন সম্পাদক সানোয়ার হোসেন, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান সেকেন্দার আলী, সমাজ সেবক নাসির উদ্দিন, শাজাহান আলী, আফতাব আলী, একরাম হোসেন, তাতী লীগের সভাপতি আবু নোমান, পৌর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান, ছাত্রলীগ নেতা আল জাহিদ, রিপন হোসেন, রাব্বী প্রমূখ উপস্থিত ছিলেন।