সশস্ত্র মহড়ার ছবি তোলার সময় সাংবাদিককে বেদম মারধর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় রাজধানীর মোহাম্মদপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে মোস্তাফিজুর রহমান সুমন নামে এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।

 

আজ শনিবার বেলা ১১টার দিকে মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত সাংবাদিক আগামী নিউজ ২৪ ডক কম নামে একটি অনলাইন পোর্টালে কাজ করেন।

 

গুরুতর আহত অবস্থায় মোস্তাফিজুর রহমানকে উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

 

জানা গেছে, রায়েরবাজার এলাকার এক কাউন্সিলর প্রার্থীর কর্মীদের সশস্ত্র মহড়ার ছবি তুলতে গেলে সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে বেদম মারধর করে সন্ত্রাসীরা। এ সময় আরও কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

 

এ ছাড়াও টিকাটুলিতে ছবি তোলার সময় অনলাইন নিউজ পোর্টাল পরিবর্তন ডট কমের ফটো সাংবাদিক ওসমান গনিকে মারধর করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023