বিজিবির সাথে পতাকা বৈঠকে এলো না বিএসএফ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সীমান্ত থেকে শুক্রবার পাঁচ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এ নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পতাকা বৈঠকের জন্য শনিবার সীমান্তে গেলেও আসেনি বিএসএফ কর্মকর্তারা। ফলে বৈঠক না করেই ফিরে এসেছে বিজিবি দল। তবে বিকেল ৪টায় বিএসএফ প্রতিনিধি দল বিজিবির সাথে আবার বৈঠকে বসার আশ্বাস দিয়েছে বলে জানা গেছে।

 

শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খরচাকা সীমান্ত থেকে পাঁচজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় বিএসএফ। এরা হলেন- রাজন হোসেন (২৫), সোহেল রানা (২৭), কাবিল হোসেন (২৫), শাহীন আলী (৩৫) ও শফিকুল ইসলাম (৩০)। রাজশাহীর পবা উপজেলার গহমাবোনা গ্রামে তাদের বাড়ি। এই পাঁচজন জেলেকে ধরে নিয়ে যাওয়ার সময় একজনকে নির্যাতনও করা হয় বলেও স্থানীয় একটি সূত্র জানিয়েছে।

 

এ ঘটনার পর পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশিদের ফেরত দিতে শুক্রবারই বিএসএফকে আহ্বান জানায় বিজিবি। এরপর শনিবার সকালে গোদাগাড়ীর খরচাকা সীমান্ত এলাকায় বিজিবির একটি দল যায়। এর বিপরীতে ভারতের নির্মল চর সীমান্ত। সেখানেই বিএসএফ দলের আসার কথা ছিলো। কিন্তু তারা আসেনি। ফলে পতাকা বৈঠক না করেই বিজিবির দলটিকে ফিরে আসতে হয়।

 

বিজিবি রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান, সকালে বিএসএফ পতাকা বৈঠকে আসেনি। তবে বিকেল ৪টায় তারা আবার আসতে পারে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান, বাংলাদেশি এই পাঁচ জেলেকে ভারতের একটি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানতে পেরেছেন। আর পতাকা বৈঠক হলে সেখানেই এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023