বগুড়ায় র‌্যাবের অভিযানে আসন্ন এসএসসি-২০২০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ২সদস্য আটক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় র‌্যাবের অভিযানে আসন্ন এসএসসি-২০২০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ২সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব -১২ বগুড়া বিশেষ কোম্পানীর প্রেরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করে র‌্যাব। আটক দু’জন হলেন, বগুড়া সদর উপজেলার মৃত মিজানুর রহমানের ছেলে মো. নিশাত আনাম (১৯) ও একই উপজেলার মো. শাহিনুর ইসলামের ছেলে মো. সৈকত ইসলাম (২১)।

 

বগুড়া র‌্যাব-১২ বগুড়া বিশেষ ক্যাম্প প্রেরিত বার্তায় উল্লেখ করা হয় যে,গত ২৯ জানুয়ারী (বুধবার ) দিনগত রাতে র‌্যাব-১২ ক্যাম্পের একটি বিশেষ দল বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় সাথী হোটেলের সামনে অভিযান চালায়। এসময় সেখান থেকে আসন্ন এসএসসি-২০২০ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ৪টি মোবাইল এবং প্রশ্নপত্রের বেশ কিছু স্কিন সর্ট পেপার জব্দ করে র‌্যাব ।

 

র‌্যাব-১২ এর বিশেষ কোম্পানির ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি মো. রওশন আলী জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বিকারোক্তিমূলক তথ্য দিয়ে জানিয়েছে যে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফেসবুকে গ্রুপের মাধ্যমে তাদের সক্রিয় সদস্য রয়েছে। ইতোমধ্যে তারা বিভিন্ন গ্রুপ তৈরি করে ভুয়া প্রশ্নপত্র দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে প্রতারণামূলকভাবে বিভিন্ন জন থেকে টাকাও নিয়েছেন। তিনি নিশ্চিত করে জানান,এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023