দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি
দুপচাঁচিয়ায় উপজেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও স্বাংস্কৃতিক প্রতিযোগিতা সোমবার সকালে উদ্বোধন করা হয়েছে। ডিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতার পায়রা উড়িয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকী এবং গোলাম রব্বানীর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শরীফ আহমদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রকৌশলী শারিন শাহনেওয়াজ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, রেজাউল ইসলাম, নাছিম রানা, শামীম হোসেন, রেজাউর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, ডিমশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, পৌর কাউন্সিলর আবু বক্কর ছিদ্দিক, সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আজিজুল হক, ডিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোমিনুর রহমান, প্রধান শিক্ষক বেলাল হোসেন, সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা আগামী ২২জানুয়ারি জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।