সোনাতলা(বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের মৎস্য চাষী নুরুল ইসলাম মন্ডলের জলাশয়ে বিষ প্রয়োগ করে প্রায় লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে দুর্বৃত্তরা । গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে ওই জলাশয়ে দেখা গেছে, কারফু, কাতলা, সিলভার কার্প,দেশী জাতসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। মৎস্য চাষী নুরুল ইসলাম ও তার ছেলে রোস্তম আলী জানান, ওই জলাশয়ে একই গ্রামের দুর্বৃত্তরা কারেন্ট জালসহ বিভিন্ন যন্ত্র দিয়ে লুকিয়ে মাছ ধরে। এই মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল ইসলামের বড় ছেলে সুরুজ-এর সাথে ওই দুর্বৃত্তদের কথা কাটা-কাটি হয় মঙ্গবার সকালে। এরপর গতকাল বুধবার সকালে গ্রামের লোকজনের মাধ্যমে জানতে পায় তাদের জলাশয়ে সব মাছ মরে পানিতে ভাসছে। তারা আরও জানান,ওই কথা কাটা-কাটির জের ধরেই প্রতিবেশীরা এ ঘটনা ঘটিয়েছে। এতে তাদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন,তেকানী চুকাইনগর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম মন্ডল,সাধারন সম্পাদক ছানোয়ার হোসেনসহ এলাকার শত শত লোক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোট লেখা অবধি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।