স্টাফ রিপোর্টার, বগুড়া
আগামীকাল সোমবার বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার নির্বাচন। শনিবার মধ্যরাত থেকে শেষ হয়েছে ভোটের আনুষ্ঠানিক প্রচারণা। ভোটারদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক, ধানের শীষের প্রতীক নিয়ে সাবেক পৌর মেয়র দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জগ প্রতীক নিয়ে পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি বর্তমান মেয়র বেলাল হোসেন এবং মুঠোফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আহমেদ আলী প্রতিদ্বন্ধিতা করছেন। এ ছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জাকির হোসেন বলেন, পৌরসভার সার্বিক আইন শৃংখলা নিয়ন্ত্রণে ৯টি ভোট কেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। মোট ১৬ হাজার ৭৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সহকারী রিটানিং কর্মকর্তা ও দুপচাঁচিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকবাল হোসেন জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইভিএমে ভোট গ্রহণের জন্য ইতিমধ্যেই ভোটারদের মধ্যে প্রচার চালানো হয়েছে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রে একজন করে প্রিসাইডিং কর্মকর্তা, ৫২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, ১০৪ জন পোলিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।