দুই পর্বে আসছে ‘মিশন এক্সট্রিম’ সিনেমা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক

বছর শুরুতেই ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এলো সুখবর। যেখানে সিনেমা নির্মাণে প্রযোজকরা মুখ ঘুড়িয়ে নিচ্ছেন, সেখানে একসঙ্গে দুই সিনেমা নির্মাণের কথা জানালো আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’র নির্মাতার পক্ষ থেকে। সিনেমাটির পরিচালক সানী সানোয়ার জানালেন, ‘মিশন এক্সট্রিম’ মুক্তির আগেই নির্মিত হচ্ছে এর সিক্যুয়েল! হলিউড কিংবা বলিউডে এমন চর্চা থাকলেও বাংলাদেশে এভাবে সিনেমা নির্মাণ এর আগে দেখা যায়নি বলে দাবি সংশ্লিষ্টদের।

 

এ প্রসঙ্গে ‘মিশন এক্সট্রিম’র কাহিনীকার ও পরিচালক সানী সানোয়ার বলেন, প্রথম থেকেই দুই পর্বের পরিকল্পনা নিয়ে স্ক্রিপ্ট লেখা হয়। পরবর্তীতে একটি বিশেষ কারণে এক পর্বতেই সীমাবদ্ধ থেকে শুটিংয়ের পরিকল্পনা করি। কিন্তু প্রথম পর্বের শুটিং শুরু করার কিছুদিনের মধ্যেই গল্পের ব্যাপ্তি এবং সিনেমার সৌন্দর্য বৃদ্ধির খাতিরে দ্বিতীয় পর্ব শুটিং করা জরুরি হয়ে পড়ে। আমরা আশা করছি দু’টি পর্বই দর্শকদের কাছে সমভাবে উপভোগ্যকর হবে।’ তিনি আরও বলেন, ‘২০১৯ সালে প্রথম এবং দ্বিতীয় লটে বাংলাদেশ-দুবাই মিলিয়ে মোট ২৫ দিনের জায়গায় আমরা ৪০ দিন শুটিং করি। আর ২০২০ সালে তৃতীয় বা সর্বশেষ লটের (১৪ দিনের) শুটের কাজ চলছে। প্রথম থেকে শেষ পর্যন্ত উচ্চ প্রযুক্তিসম্পন্ন একাধিক ক্যামেরা এবং কয়েকশ’ অভিনয় শিল্পীর এক বিশাল আয়োজন নিয়ে নির্মিত হচ্ছে ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দু’টি পর্ব।’ ‘ঢাকা অ্যাটাক’খ্যাত এই কাহিনীকার আরও জানান, সিনেমাটি দু’টি পর্বে বিভক্ত হলেও প্রতিটি পর্বে রয়েছে একটি পূর্ণাঙ্গ গল্পের আবহ। দু’টি পর্বে গল্পের প্লট এক হলেও দর্শক দুই পর্বে দুই ধরণের থ্রিলের আমেজ পাবেন।

 

‘মিশন এক্সট্রিম’ প্রথম কিস্তি হিসেবে গণ্য হলেও দ্বিতীয় পর্ব বা সিক্যুয়েলের নামে কিছুটা ভিন্নতা থাকবে বলে জানা যায়। প্রথম খণ্ড আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। আর দ্বিতীয় পর্বের মুক্তির তারিখ পরবর্তীতে জানানো হবে জানানো হয়েছে। গত বছরের ২০ মার্চ ঢাকায় ‘মিশন এক্সট্রিম’র শুটিং শুরু হয়ে বছরের শেষের দিকে শুটিং শেষ হয়। শিগগির শেষ হতে যাচ্ছে এর দ্বিতীয় পর্বের শুটিং পর্বও। বর্তমানে রাজধানীর উত্তরায় শুটিং চলছে সিক্যুয়েলের। ‘কপ ক্রিয়েশন’র ব্যানারে নির্মিত বাংলাদেশের পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’ ফ্যাঞ্চাইজি। ক্রাইম, থ্রিল, সাসপেন্স এবং অ্যাকশন নির্ভর মৌলিক গল্পের উপর ভিত্তি করে সিনেমা দুই’টি নির্মিত হচ্ছে বলে জানান নির্মাতা।

 

সিনেমাটিতে আরিফিন শুভর সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমাম’সহ অনেকে। দুই পর্বের অধিকাংশ শিল্পী এক হলেও কিছুটা ভিন্নতা রয়েছে বলে জানা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023