জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে মুজিব বর্ষ উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত। আজ সকাল দশটায় জেলা প্রশাসন চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ডাঃ আবলু কাশেম ময়দানে গিয়ে শেষ হয় এবং সেখানে আলোচনাসভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, উপজেলা চেয়ারম্যান এসএম সোলাইমান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় প্রমুখ। আলোচন সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষ্যে নানা বিষয়ে আলোচনা করেন অতিথিরা।