বগুড়া সেনানিবাসে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনার উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

আগামী ১৭ মার্চ ২০২০ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী স্বাড়ম্বরে উদযাপিত হবে। জন্ম শত বার্ষিকীর এই অনুষ্ঠানকে অধিকতর তাৎপর্যপূর্ণ করে তোলার লক্ষ্যে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস  শুক্রবার ১০ জানুয়ারী হতে জন্ম শতবার্ষিকী দিবসের ক্ষণগণনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাস ব্যাপী জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখে বগুড়া সেনানিবাসেও জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১০ জানুয়ারী শুক্রবার সেনানিবাসের হেলিপ্যাড গ্রাউন্ডে বগুড়ায় ক্ষণগণনা অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়ার জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল মোঃ সাইফুল আলম, এসবিপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বগুড়া সেনানিবাসের সকল পদবীর সেনাসদস্য এবং সেনানিবাসের সকল স্কুল ও কলেজের ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023