ইসির সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে আওয়ামী লীগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। শনিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সম্মেলন কক্ষে তারা এই বৈঠকে বসেন।

 

ইসির পক্ষ থেকে সিইসি, কমিশনার মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, মো. রফিকুল ইসলাম ও বেগম কবিতা খানম বৈঠকে উপস্থিত রয়েছে।

 

এই দুই সিটি নির্বাচনকে সামনে রেখে প্রথমে আমির খসরু মুহাম্মদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির এক প্রতিনিধি দল, তারপর এইচ টি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের এক প্রতিনিধি দল, রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে জাতীয় পার্টির এক প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠক করে।

 

এই তিন দলের বৈঠকের পর তোফায়েল আহমেদের নেতৃত্বে আওয়ামী লীগের আরেক প্রতিনিধি দল আবার ইসির সঙ্গে বৈঠকে বসেছে।

 

নির্বাচনী প্রচার শুরুর দ্বিতীয় দিনের মাথায় তারা এই বৈঠকে বসলেন। বিএনপির দুই প্রার্থীই ইতোমধ্যে আওয়ামী লীগের দুই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। ইতোমধ্যে উত্তর সিটির মেয়রপদপ্রার্থী আতিকুল ইসলাম আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজের উত্তর দিয়েছে। আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি)-মন্ত্রীদের বিরুদ্ধেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023