নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে দৈনিক কালের কন্ঠ’র দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা প্রেসক্লাবে কালের কন্ঠ শুভ সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে। কালের কন্ঠ নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি ফিরোজ কামাল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য ও শুভ সংঘের প্রধান উপদেষ্ঠা আনোয়ার হোসেন রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান। শুভ সংঘের সাধারন সম্পাদক আবু তৌহিদ রাজীবের সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক বকুল হোসেন, শুভ সংঘের সভাপতি হাকীম এমএ মান্নান, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, আতোয়ার হোসেন মান্না, সরফুল হক, কামরুল হাসান, সানোয়ার হোসেন প্রমূখ। পরে দৈনিক কালের কন্ঠ’র দশম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা।