কা’রফিউ ভে’ঙে বি’ক্ষোভে উ’ত্তাল আসা’ম, গু’লিতে নি’হত ৩

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯

ভারতের সং’সদের উভয় কক্ষে বি’তর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল পাসের প্র’তিবাদে বি’ক্ষোভে উত্তাল আসামে কা’রফিউ ভে’ঙে রাস্তায় নামা জনতার সঙ্গে সং’ঘর্ষ হয়েছে দেশটির আ’ইনশৃঙ্খলা বা’হিনীর। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রাজ্যের গুয়াহাটিতে পু’লিশের গু’লিতে অন্তত তিনজন নি’হত ও আরও অনেকে আ’হত হয়েছেন।

ভারতীয় সং’বাদমাধ্যম এনডিটিভি বলছে, বুধবার রাতে ভারতের রাজ্যসভায় নাগরিকত্ব সং’শোধনী বিল পাস হওয়ার পর দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় এই রাজ্যে কা’রফিউ জা’রি করা হয়। এ বিলের প্র’তিবাদে আ’সামের অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন (আসু) এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতি (কেএমএসএস) বি’ক্ষোভের ডাক দেয়।

নাগরিকত্ব সং’শোধনী বিলের প্র’তিবাদে বুধবারই জ্ব’লে ওঠে আসাম। সাধারণ মানুষ এবং শি’ক্ষার্থীরা রাস্তায় নেমে বি’ক্ষোভ করছেন গতকাল থেকে। আ’ন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন (আসু) এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতি (কেএমএসএস)। সাধারণ মানুষকে ঘর ছেড়ে রাস্তায় নামার আহ্বান জানিয়েছে তারা। তাদের আহ্বানে সাড়া দিয়ে কা’রফিউ উপেক্ষা করে রাজপথ দ’খলে নিয়েছে হাজার হাজার মানুষ।

অল আসাম স্টুডেন্টস ই’উনিয়নের এক বিবৃতিতে বলা হয়েছে, নাগরিকত্ব সং’শোধনী বিলের বি’রুদ্ধে ল’ড়াই চলবে। বেলা ১১টায় গুয়াহাটির লতাশীল ময়দানে জমায়েতের ঘোষণা দেয়া হয়।। এ জন্য সবাইকে ঘর ছেড়ে রাস্তায় নামার আহ্বান জানায় তারা।

বি’ক্ষোভ থামাতে রাজ্য পু’লিশ বিভিন্ন স্থানে গু’লি চা’লাতে বা’ধ্য হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। গুয়াহাটি পু’লিশের প্রধানকে সরিয়ে দেয়া হয়েছে। আসামের ১০ জেলায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ বৃহস্পতিবার সকাল থেকে আগামী ৪৮ ঘণ্টার জন্য ব’ন্ধ ঘোষণা করা হয়েছে।

বি’ক্ষোভকারীদের সঙ্গে রাজ্যের অন্তত চারটি স্থানে পু’লিশের সং’ঘর্ষ হয়েছে। এসব এলাকায় সে’নাবা’হিনীর অতিরিক্ত স’দস্য মো’তায়েন করা হয়েছে। এছাড়া রাজ্যের উত্তরপূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে বি’ক্ষোভকারীদের সঙ্গে আ’ইনশৃঙ্খলা বা’হিনীর সং’ঘর্ষ হয়েছে।

আসাম ও ত্রিপুরার মধ্যে চলাচলকারী বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে; থমকে গেছে আকাশপথও। গুয়াগাটি ও দিব্রুগড়গামী বিভিন্ন সংস্থার বিমানের ফ্লাইট স্থগিত করা হয়েছে।

রাজ্যের মুখ্যম’ন্ত্রী সর্বানন্দ সনোয়াল ও কেন্দ্রীয় মন্ত্রী’ রামেশ্বর তেলিসহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতার বাসভবনে হা’মলা করেছে বি’ক্ষোভকারীরা। তবে আসামে ইন্টারনেট সংযোগ বি’চ্ছিন্ন করে দেয়ার পর দেশটির প্রধানম’ন্ত্রী নরেন্দ্র মোদি বি’ক্ষোভকারীদের উদ্দেশে একটি টুইট করেন। টুইটে তিনি বলেন, আপনাদের অধিকার কেউ ছি’নিয়ে নিতে পারবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023