করোনায় ফেনী জেলা আ’লীগ সভাপতির মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৮ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ আইনজীবী আক্রামুজ্জামান (৭৫) রোববার ভোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন। রোববার বিকাল সাড়ে ৫টায় ফেনীতে তার যানাজা অনুষ্ঠিত হবে।

 

আকারুজ্জামানের ভাতিজা আসাদুজ্জামান দারা জানিয়েছেন, শরীরে এজমা রোগের সমস্যা হলে গত ১৯ জুন তিনি ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এ অবস্থায় তার শ্বাসকষ্ট বেড়ে গেলে প্রথমে আইসিইউ ও পরে ভেন্টিলেশনে রাখা হয়। রোববার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

 

আক্রামুজ্জামান ১৯৬৭ সালে ফেনী মহকুমা ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। স্বাধীনতার পর ন্যাপের (মোজাফ্ফর) রাজনীতি শুরু করেন। স্বাধীনতার পর ন্যাপের ফেনীর মহকুমার সাধারণ সম্পাদক হন তিনি। ৯০ সালে আক্রামুজ্জামান আওয়ামী লীগে যোগ দেন। ফেনী জজ কোর্টে সরকারি কৌসুলি (পিপি) ছিলেন। ২০১৯ সালে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

 

তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আক্রামুজ্জামানের মৃত্যুতে ফেনী আওয়ামী লীগে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023