অস্বাভাবিক বৃদ্ধির পর রাজধানীর বাজারগুলোতে ডিমের দাম গত সপ্তাহেই কমতে শুরু করে। সপ্তাহের ব্যবধানে ডজনে ডিমের দাম কমেছে আরও ৫ টাকা। এতে করে গত দুই সপ্তাহে ডিমের দাম ডজনে ৩৫ টাকা কমলো। এরমধ্যে জ্বালানি তেলের দামও লিটারে ৫ টাকা কমেছে। ফলে সামনের দিনগুলোতে ডিমের দাম আরও কমবে, এমনটাই প্রত্যাশা খুচরা বিক্রেতাদের।
মঙ্গলবার (৩০ আগস্ট) সরেজমিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ ব্যবসায়ী লাল ডিমের ডজন ১১৫ টাকা, সাদা ১০৫ টাকা, হাঁসের ডিম ১৮০ টাকা ও দেশি মুরগির ডিম ১৮০ টাকা দরে বিক্রি করছেন।
গত ৫ আগস্ট মধ্যরাত থেকে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে অন্য সব পণ্যের পাশাপাশি লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে ডিমের দামও। দুই সপ্তাহ আগেও এক ডজন লাল ডিম বিক্রি হয়েছে ১৬০ টাকায়। দেশের ইতিহাসে এর আগে কখনো এত বেশি দামে ডিম বিক্রি হয়নি।
রাজধানীর সেগুনবাগিচার ডিম বিক্রেতা মোহাম্মদ মেহেরাজ বলেন, ডিমের দাম কমেছে। এক সপ্তাহ আগে থেকে কমতে শুরু করেছে। প্রতিদিনই দাম কমছে। আশা করি সামনে ডিমের দাম আরও কমবে।
তবে নগরীর খুচরা বাজারগুলো ঘুরে দেখা গেছে, জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা কমার প্রভাব ডিমের বাজারে এখনো পড়েনি। খুচরা বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে ডিম। ব্যবসায়ীরা বলছেন, তাদের এসব ডিম আগের চড়া দামে কেনা।