বিনোদন ডেস্ক
ঢাকাই ছবির চিত্রনায়ক নিরব ও কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা সরকার জুটি বেধে অভিনয় করেন ‘হৃদয় জুড়ে’ চলচ্চিত্রে। ২০১৭ সালে শুটিং শুরু হওয়া এই চলচ্চিত্রের কাজ শেষ হয়েছে গত বছর। অবশেষে মুক্তির আলো দেখতে যাচ্ছে চলচ্চিত্রটি। আর ২০২০ সালের প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে গত ৬ জানুয়ারি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ‘হৃদয় জুড়ে’। বিষয়টি নিশ্চিত করেছেন এর নির্মাতা রফিক শিকদার। ছবির প্রযোজক মো. মনির হোসেন বলেন, ‘ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। এবং এটি বছরের প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে সেন্সর পেয়েছে।’
নির্মাতা রফিক শিকদার বলেন, ‘গত ২ জানুয়ারি “হৃদয় জুড়ে” সেন্সরে জমা দেওয়া হয়। এরপর গত ৫ জানুয়ারি সেন্সর বোর্ডের সদস্যরা এটি দেখেন ও এর প্রশংসাও করেন। আর গত ৬ জানুয়ারি এটি বিনা কর্তনে ছাড়পত্র পায়। শিগগিরই ভালো একটি দিনক্ষণ দেখে এটি মুক্তি দেওয়া হবে।’ চিত্রনায়ক নিরব বলেন, ‘গল্পটা রোমান্টিক। অনেক আগেই ছবিটির কাজ শেষ করেছি। এবার মুক্তির পালা।’ ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ডের ব্যানারে নির্মিত ‘হৃদয় জুড়ে’ ছবির চিত্রনাট্য লিখেছেন নির্মাতা রফিক শিকদার নিজেই। এতে নিরব-প্রিয়াঙ্কার পাশাপাশি আরও অভিনয় করছেন কাজী হায়াৎ, সুচরিতা, সুব্রত, রোদেলা প্রমুখ।