ময়মনসিংহে ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে পৃথক পৃথক উপজেলায় তাদের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বজ্রপাতে রুবেল মিয়া নামের (১৬) এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সোয়া ১টার দিকে আশ্রফপুর পশ্চিমপাড়া এলাকার গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে আমনের চারা রোপণের সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় সে।
নিহত রুবেল মিয়া ওই এলাকার মো. আছির উদ্দিনের ছেলে। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির মৃত্যুর খবটি নিশ্চিত করেছেন।
অরপদিকে, ময়মনসিংহের ফুলপুরে বজ্রপাতে দেলোয়ার হোসেন (৪০) নামের কৃষকের মৃত্যু হয়েছে। নিহত দেলোয়ার ভাইটকান্দির নারকেলি গ্রামের আবুল হোসেনের ছেলে। বুধবার দুপুরে বাড়ির পাশে শসা ক্ষেতের আইল তৈরির সময় বজ্রপাতে মারা যান তিনি।
এছাড়াও, নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়েনের উলুহাটি গ্রামে বজ্রপাতে রবিন মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। দুপুরে বাড়ির পাশে ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।