শিরোনাম :
রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি : জামায়াত আমির কড়াইল বস্তির বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত বগুড়ায় গ্যাস সিলিন্ডারের দোকানে ভোক্তা অধিকারের অভিযান দশ হাজার জরিমানা বগুড়ায় আমীরে জামায়াতের জনসভা সফল করতে ১০ দলীয় জোটের সভা শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে চূড়ান্ত বৈধ প্রার্থী ৭ জন শিবগঞ্জে অবৈধ মাটি মহলে মোবাইল কোর্ট পরিচালনায় ১০ হাজার টাকা জরিমানা শাজাহানপুরে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত কিশোরের অবস্থা আশঙ্কাজনক

অবসরপ্রাপ্ত কর্নেলের ৯ বছর দণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

আয়কর ফাঁকির মামলায় অবসরপ্রাপ্ত কর্নেল শহিদ উদ্দিন চৌধুরীকে নয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

 

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আদালতের পেশকার মো. শাহ আলম।

 

জাতীয় রাজস্ব বোর্ডের দায়ের করা এ মামলার রায়ে বলা হয়, আসামির বিরুদ্ধে কর ফাঁকি, অপ্রদর্শিত আয় এবং মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষে ১১ জনের সাক্ষ নেয়া হয়।

 

মামলার শুরু থেকে আসামি শহিদ উদ্দিন চৌধুরী পলাতক রয়েছেন। এ কারণে তার বিরুদ্ধে কোনো আইনজীবী ছিলেন না। তিনি মামলাটিতে প্রতিদ্বন্দ্বিতাও করেননি।

 

তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

 

শহিদ উদ্দিন চৌধুরীকে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১৬৪ ধারায় এক বছর, ১৬৫ ধারায় তিন বছর এবং ১৬৬ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এক ধারার সাজা শেষ হওয়ার পর আরেক ধারার সাজা শুরু হবে। সেক্ষেত্রে শহিদ উদ্দিন চৌধুরীকে কারাগারেই থাকতে হবে ৯ বছর।

 

রায়ের বিবরণে বলা হয়, শহিদ উদ্দিন ২০১৪-২০১৫ করবর্ষে ৭৪১৩২৮৬ টাকা, ২০১৬-২০১৭ করবর্ষে ৯২৫১২৬০০ টাকা, ২০১৭-২০১৮ করবর্ষে ৭০৭১৪২২১ টাকা কর ফাঁকি দিয়েছেন এবং ২০১৮-২০১৯ করবর্ষে নোটিস জারি হওয়ার পরও আয়কর রিটার্ন দাখিল করেননি ও করযোগ্য আয় গোপন করে আয়কর ফাঁকির অপরাধ সংঘটন করেছেন।

 

পরে ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ এনে ঢাকার কর অঞ্চল-৯ এ মামলা করেন সহকারী কর কমিশনার শেখ আলী হাসান।

 

গত ২৮ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।

 

গত ১০ নভেম্বর অস্ত্র মামলায় অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা ও তার স্ত্রী ফারজানা আনজুম খানসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার আরেকটি আদালত। ফারজানাও পলাতক আছেন।

 

অস্ত্র মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, গত বছরের ১৭ জানুয়ারি রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় অবসরপ্রাপ্ত কর্নেলের বাসায় অভিযান চালিয়ে দুটি পিস্তল, ছয়টি গুলি ও দুটি শটগান উদ্ধার করা হয়।

 

মামলায় বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে সরকার ও রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি ও জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023