শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৪ সালের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হওয়া এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের মহাপরিচালক জোবায়ের আহমেদ এবং সঞ্চালনা করেন শাহরিয়ার হাসান বিপ্লব। প্রধান অতিথি ছিলেন দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশন, বগুড়ার উপদেষ্টা ড. রেজওয়ানুল হক।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন ফাউন্ডেশনের উপদেষ্টা রিয়াজুল ইসলাম ও দ্যা ব্রিলিয়্যান্ট এসোসিয়েশনের মহাপরিচালক সাইয়েদ কুতুব সাব্বির। এছাড়া বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান ও আব্দুল হক সরকার। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, গত বছর অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ৫,০১৪ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ট্যালেন্টপুলে ৫০ জন, জেনারেল গ্রেডে ১৯৯ জন, প্রাতিষ্ঠানিক কোটায় ৯৪ জন এবং শুভেচ্ছা গ্রেডে ২৯৫ জনসহ মোট ৬৩৮ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে।
অনুষ্ঠানে মহাপরিচালক জোবায়ের আহমেদ বলেন, “দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশন কেবল শিক্ষাক্ষেত্রে নয়, নৈতিক ও আত্মিক মূল্যবোধ চর্চা এবং আদর্শ মানুষ গড়ে তুলতে কাজ করছে। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বিশ্ব এগিয়ে চলছে মেধা ও চিন্তার প্রতিযোগিতার মাধ্যমে। এ প্রতিযোগিতায় কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে ফাউন্ডেশন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”