ডিবি প্রধান হলেন বগুড়ার কৃতি সন্তান শফিকুল ইসলাম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের প্রধান হলেন পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) অত্যন্ত দক্ষ ও চৌকস পুলিশ কর্মকর্তা বগুড়ার কৃতি সন্তান মো. শফিকুল ইসলাম। বুধবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়। আজ এই খবর প্রকাশ হওয়ার পর বগুড়ার আম জনতা সদ্য নিযুক্ত ডিবি প্রধান মো.শফিকুল ইসলামের কর্মজীবনের সফলতার পাশাপাশি ডিবি’র কার্যক্রম পুরো দেশব্যাপী আইন শৃংখলা নিয়ন্ত্রণে সফল হবেন বলে আশাবাদব্যক্ত করেছেন। ডিএমপি ডিবি প্রধানের দায়িত্ব পাওয়া মো. শফিকুল ইসলাম ১৮ তম বিসিএসের মাধ্যমে পুলিশের যোগ দেন। এর আগে তিনি ডিআইজি হিসেবে হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন।

সূত্রের খবর,ডিবি প্রধানের পদটি প্রায় সাড়ে চার মাস ধরে শূন্য। গত ১২ এপ্রিল ডিবির তৎকালীন প্রধান রেজাউল করিম মল্লিককে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তাকে ঢাকা রেঞ্জ ডিআইজি করা হয়। তারপর থেকে যুগ্ম-কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা ডিবির মতো গুরুত্বপূর্ণ ইউনিটের ভার সামলাচ্ছিলেন। আজ বুধবার শফিকুল ইসলামকে দায়িত্ব প্রদানের মধ্য দিয়ে দীর্ঘদিনের শূন্যতা পূরণ হলো বলে জানাচ্ছেন কর্মকর্তারা।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বগুড়ার আরো দুই কৃতি সন্তান যথাক্রমে ডিএমপির অত্যন্ত প্রভাবশালী কর্মকর্তা অতিরিক্ত কমিশনার (প্রশাসন) ফারুক হোসেনকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) করা হয়েছে। ফরুক হোসেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বাসিন্দা। একই প্রজ্ঞাপনে র‍্যাবের এডিজি প্রশাসনের দায়িত্বে থাকা ডিআইজি জিল্লুর রহমানকে ডিএমপিতে পদায়ন করা হয়েছে। জিল্লুর রহমান বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। জিল্লুর রহমানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে ডিবিপ্রধানের দায়িত্ব পাওয়া শফিকুল ইসলামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে তিনি ১৯৯৯ সালে ১৮তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগ দেন। পেশাগত জীবনের শুরুতে তিনি লক্ষ্মীপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) হন। ২০০২ সালে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে বদলি হয়ে প্রায় পাঁচ বছর কাজ করেন।

পরে সারদা পুলিশ একাডেমিতে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং) হিসেবে যোগ দেন। ২০০৭ সালের জুনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে লাইবেরিয়ায় পাঠানো হয় তাকে। মিশন শেষে ২০১০ সালে চট্টগ্রামে অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পান। এরপর দ্বিতীয় দফায় লাইবেরিয়া মিশনে যান তিনি।

২০১৩ সালে শফিকুল ইসলাম পুলিশ সুপার পদে পদোন্নতি পান এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) হন। এক বছর পরই আবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেন, এবার আইভরি কোস্টে। দেশে ফিরে তিনি হাইওয়ে পুলিশের এসপি হন।

২০১৯ সালে তাকে নৌ-পুলিশের এসপির দায়িত্ব দেওয়া হয়। ২০২১ সালে পদোন্নতি পেয়ে একই সংস্থার অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড অপারেশন্স) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ডিআইজি পদে পদোন্নতি পেয়ে হাইওয়ে পুলিশে যোগ দেন।

কর্মজীবনের নানা পর্বে প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি গোয়েন্দা ও বিশেষায়িত ইউনিটে কাজের অভিজ্ঞতা রয়েছে শফিকুল ইসলামের। ডিএমপিতে ফেরার পর তিনি এবার ডিএমপির গোয়েন্দা পুলিশের প্রধানের দায়িত্ব পেলেন। মো. শফিকুল ইসলামের নেতৃত্বে ডিবি নতুনভাবে গতি পাওয়ার পাশাপাশি জনবান্ধব প্রতিষ্ঠান হিসাবে গ্রহনযোগ্যতা অর্জনে সক্ষম হবেন বলে আশাবাদব্যক্ত করেছেন সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023