ইনিইয়া-চীন সম্পর্কের জটিলতার গিঁট খুলছে? ভারত-চিন সরাসরি বিমান শিঘ্রই শুরু, ইউরিয়া রপ্তানি.. এল নতুন খবর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:ট্রাম্পের শুল্ক তাণ্ডবের মাঝে ভারত-মার্কিন বাণিজ্য নিয়ে যখন প্রবল প্রশ্ন উঠতে শুরু করেছে, ঠিক তখনই এক রিপোর্টে দাবি করা হয়েছে, খুব শিগগিরই ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হবে। শুধু তাই নয়, ব্লুমবার্গের রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতে ইউরিয়া রপ্তানি নিয়ে ধীরে ধীরে বিধির ফাঁস আলগা করছে শি জিনপিংয়ের দেশ।

সূত্র মারফৎ জানা গিয়েছে, ভারত ও চিন সেপ্টেম্বরের মধ্যেই সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু করতে চলেছে।গালওয়ান সংঘর্ষ পরবর্তী বহু বছরের উত্তেজনার পর দুই দেশ রাজনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টার এটি একটি পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ভারত সরকার দেশের বিমান সংস্থাগুলিকে স্বল্প সময়ের নোটিশে চিনে বিমান পরিষেবা শুরু করতে বলেছে বলে জানা গিয়েছে।

জানা যাচ্ছে, এই মাসের শেষে চিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন(এসসিও) শীর্ষ সম্মেলনের পরপরই এই বিমান পরিষেবা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সূত্র জানিয়েছে, ভারতের অসামরিক বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগোকে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করতে বলা হয়েছে। কোভিড-১৯ র পর ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল ২০২০ সালের জুনে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সীমান্ত সংঘর্ষ শুরু হওয়ার পর এশিয়ার এই দুই শক্তিশালী দেশের কূটনৈতিক সম্পর্কও নতুন করে তলানিতে পৌঁছেছিল। এই সংঘর্ষের ফলে বহু ভারতীয় সেনা শহিদ হন। সংঘর্ষের পটভূমিতে, নয়াদিল্লি বেইজিংয়ের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেয়।

এদিকে, এরপর কেটে গিয়েছে বহু সময়। গত মাসে, ভারত চিনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালু করার ঘোষণা করেছে, যা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) -এ সামরিক অচলাবস্থার পর দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার দিকে এক ধাপ। এদিকে, অগস্টের শেষেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর তিয়ানজিনে অনুষ্ঠিত হতে যাওয়া এসসিও শীর্ষ সম্মেলনে পৌঁছচ্ছেন। চিন, প্রধানমন্ত্রী মোদীর প্রত্যাশিত সফরকে স্বাগত জানিয়েছে। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, ‘আমরা বিশ্বাস করি যে সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টায়, তিয়ানজিন শীর্ষ সম্মেলন সংহতি, বন্ধুত্ব এবং ফলপ্রসূ ফলাফলের সমাবেশ হবে এবং এসসিও উচ্চমানের উন্নয়নের একটি নতুন পর্যায়ে প্রবেশ করবে যার মধ্যে বৃহত্তর সংহতি, সমন্বয়, গতিশীলতা এবং উৎপাদনশীলতা থাকবে।’

চিনের ইউরিয়া রপ্তানি:-

ব্লুমবার্গের রিপোর্ট বলছে, ভারতের ওপর ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক চাপানোর পরই এবার চিন, ভারতে ইউরিয়া রপ্তানিতে যে বিধি আরোপ করেছিল, তার ফাঁস খানিকটা আলগা করছে। রিপোর্ট বলছে, সংশ্লিষ্ট মহল বলছে, ৩০০,০০০ টনের সার আমদানি করে ভারত। আর চিন, নাইট্রোজেন নির্ভর সারের সবচেয়ে বড় রপ্তানিকারক। তবে সাম্প্রতিক কিছু বছরে সেই বিক্রিতে সামান্য রাশটানে বেজিং।

( প্রতিবেদন এআই জেনারেটেড, ব্লুমবার্গের তথ্য সহ)

সূত্র:হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023