বগুড়ায় পরিবহন ব্যবসায়ী আমিনুলের ফাঁসির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:গত ১৯ জুলাই জেলা গোয়েন্দা শাখার ডিবি বগুড়া’র একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার গুলশান থানার নিকেতন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পরিবহন ব্যবসায়ী অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলার অন্যতম আসামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ একাধিক মামলার পলাতক আসামী বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম (৫৫) গ্রেফতার করে। তিনি বগুড়া সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ছিলেন। গ্রেফতারকৃত আসামী আমিনুল ইসলাম রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতি ও বগুড়া জেলা বাস, মিনিবাস, কোচ পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

এদিকে ডিবি পুলিশ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজ রোববার দুপুরে গ্রেফতারকৃত আসামী আমিনুল ইসলামকে বগুড়া আদালতে নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা ডিম নিক্ষেপ করে। এছাড়া বিক্ষুব্ধ নারী-পুরুষ আদালত চত্বরে আমিনুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।গ্রেফতারকৃত আমিনুল ইসলামের বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, চাঁদাবাজি, অপহরণ, বিস্ফোরক ও দুদকের মামলাসহ ২১ টি মামলা তদন্তাধীন ও বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023