মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট: রাজধানীর গুলশান এলাকা থেকে বগুড়ার যুবলীগ কর্মি রেজাউল করিমকে সম্প্রতি গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। সূত্রের খবর,বগুড়ার গাবতলী উপজেলার আব্দুল জলিলের ছেলে ও নিষিদ্ধ সংগঠন যুবলীগের কর্মি রেজাউল করিমকে রাজধানীর শাহজাহানপুর থানা পুলিশ গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত রেজাউল করিমের বিরুদ্ধে পুর্ব পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে অপহরণসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। রাজধানীর শাহজাহানপুর থানায় ২০২০ সালের ২০ জানুয়ারির ঘটনায় ৫ আগষ্টের পরে দায়েরকৃত মামলায় গ্রেপ্তারকৃত রেজাউল করিম বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ জেল খানায় রয়েছে। তবে রেজাউল করিমের পরিবারের পক্ষ থেকে আনীত অভিযোগগুলো মিথ্যা,ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।