ভারতীয় ব্রিগেড ধ্বংস ও যুদ্ধ বিমান ভূপাতিত করলো পাকিস্তান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৭ মে, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:পাকিস্তানের পাল্টা জবাবে ভারতের জম্মু ও কাশ্মিরে ৩ জন নিহত হয়েছে। পহেলগাম হামলার প্রতিক্রিয়ায় ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপ ‘অপারেশন সিন্দুর’ কয়েক ঘণ্টা পরেই ঘটনাটি ঘটে। বুধবার (৭ মে) সকালে সংবাদ সংস্থা এএনআই এ তথ্য নিশ্চিত করে।

প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর নির্বিচার গুলিবর্ষণে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ সময় সেনাবাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানায় বলেও উল্লেখ করা হয় এতে। ভারতীয় সেনাবাহিনী জানায়, পাকিস্তান সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এবং আন্তর্জাতিক সীমান্তে নির্বিচারে গুলিবর্ষণ করেছে। এতে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

বিভিন্ন সূত্রমতে, নিয়ন্ত্রণ রেখা বরাবর এখনও ভারী কামান হামলা চলছে। অপরদিকে, জরুরি অবস্থা জারি করা হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। এর আগে, পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটে পৌঁছেছে। এদের মধ্যে দু’জন শিশুও আছে। সেই সাথে আহত হয়েছেন ৩৫ জন। ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন এ তথ্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023