মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:পাল্টা শুল্ক নীতির অংশ হিসেবে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর শুল্ক বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রথমবারের মতো বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স (২ দশমিক ৪৩ ভরি) ৩ হাজার ১১৮ ডলার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
সংবাদমাধ্যমটি জানায়, বুধবার সন্ধ্যা থেকে এক আউন্স সোনার দাম আগের দিনের চেয়ে শূন্য দশমিক তিন শতাংশ বেড়ে ৩ হাজার ১১৮ ডলার হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই বৃদ্ধির কারণ কেবল বাণিজ্য অনিশ্চয়তার সঙ্গে সম্পর্কিত নয়, বরং মধ্যপ্রাচ্য এবং ইউরোপের অস্থিরতার কারণেও এটি আংশিকভাবে দায়ী।
এ মাসেই প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম ৩ হাজার ডলার ছাড়িয়ে যায়। বিনিয়োগকারীদের জন্য সোনাকে একটি নিরাপদ সম্পদ হিসেবে দেখা হয় এবং অর্থনৈতিক অস্থিরতার সময়ে প্রায়ই এর খোঁজ করা হয়।