ময়মনসিংহে বাসচাপায় নিহত ৪, আহত ১০

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০জন। আজ বুধবার সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছে।

নিহতরা হলেন- চুরখাই জামতলীর সাইফুল ইসলামের ছেলে কামরুজ্জামান লিটন (২৮), ত্রিশাল দক্ষিণ তেঁতুলিয়া পাড়ার আতিকুল ইসলামের মেয়ে জেসমিন আক্তার (৩০), নওপাড়া তালুকদার বাড়ির আব্দুল মোতালেবের ছেলে সিরাজুল ইসলাম (২৮)। এ ছাড়া আরও একজন তথ্য পাওয়া জায়নি।

ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা শেরপুরের একটি যাত্রীবাহী বাস চেলেরঘাট এলাকায় আসতেই হঠাৎ চাকার হাওয়া বেড়িয়ে যায়। পরে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে চাকা সারানোর চেষ্টা করে। এরই মধ্যে এই বাসের কয়েকজন যাত্রী অন্য আরেকটি বাসকে সিগনাল দিয়ে দাঁড় করিয়ে চলে যেতে চায়। তারপর হঠাৎ আরেকটি বাস এসে সিগনাল দিয়ে দাঁড় করানো বাসের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পথে রাস্তায় আরও একজেন মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023