রহমতের নবম দিনে যে দোয়া পড়বেন রোজাদার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩

পবিত্র রমজান মাসকে রহমত, মাগফেরাত ও নাজাতে ভাগ করা হয়েছে। আজ রহমতের নবম দিন। শেষ মুহূর্তে রহমত কামনায় আল্লাহর কাছে ধরণা দেয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাই রহমতের দশকের অন্তিম মুহূর্তে আল্লাহর রহমত লাভে পড়ুন-

اَللًّهُمَّ اجْعَلْ لِيْ فِيْهِ نَصِيْبًا مِّنْ رَّحْمَتِكَ الْوَاسِعَةِ، وَاهْدِنِيْ فِيْهِ لِبَرَاهِيْنِكَ السَّاطِعَةِ، وَخُذْ بِنَاصِيَتِيْ إلَى مَرْضَاتِكَ الْجَامِعَةِ, بِمُحَبَّتِكَ يَا أمَلَ الْمُشْتَاقِيْن

উচ্চারণ : আল্লাহুম্মাঝআললি ফিহি নাসিবাম মির রাহমাতিকাল ওয়াসিআতি; ওয়াহদিনি ফিহি লিবারাহিনিকাস সাত্বিআতি; ওয়া খুজ বিনাসিয়াতি ইলা মারদাতিকাল ঝামিআতি; বিমুহাব্বাতিকা ইয়া আমালাল মুশতাক্বিন।

অর্থ : হে আল্লাহ ! আজকের দিনে আপনি আমাকে আপনার প্রশস্ত রহমতের অধিকারী করুন। আমাকে পরিচালিত করুন আপনার উজ্জ্বল প্রমাণের দিকে। হে আগ্রহীদের লক্ষ্যস্থল! আপনার ভালোবাসা ও মহব্বতের উসিলায় আমাকে আপনার পূর্ণাঙ্গ সন্তুষ্টির দিকে নিয়ে যান।’

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রহমতের দশকে অনুগ্রহ লাভ করার মাধ্যমে রমজানের দ্বিতীয় ও তৃতীয় দশকে মাগফেরাত ও নাজাতের উপযোগী করে গড়ে তোলার তাওফিক দান করুন। আমিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023