মুক্তজমিন ডেস্ক
রংপুর বিভাগে এক দিনের ব্যবধানে করোনায় শনাক্ত ও সুস্থতা বেড়েছে। স্বাভাবিক রয়েছে মৃত্যুর ধারাবাহিকতা। বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও আটজনের মৃত্যু হয়েছে। নতুন করে ২২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে ২৩ দিনে বিভাগের আট জেলায় করোনায় ২৩৯ জনের মৃত্যু হয়েছে। গড় হিসাবে প্রতিদিন বিভাগে প্রাণহানি হয়েছে ১০ জনেরও বেশি লোকের। এর আগে রোববার (২২ আগস্ট) বিভাগে করোনায় আটজনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয় ১৮৬ জনের ও ৩২১ জন রোগী সুস্থ হয়।
সোমবার (২৩ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দিনাজপুরের তিনজন, রংপুরের দুইজনসহ গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট জেলার একজন করে রয়েছেন। সুস্থ হয়েছেন ৩৬৭ জন করোনা রোগী।
এ সময়ে বিভাগে ১ হাজার ৭২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ঠাকুরগাঁওয়ের ৬২, রংপুরের ৩৫, পঞ্চগড়ের ৩১, নীলফামারীর ৩১, দিনাজপুরের ২৭, কুড়িগ্রামের ২০, লালমনিরহাটের ১২ ও গাইবান্ধা জেলার ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ১৫ শতাংশ। সর্বশেষ আটজনসহ রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৫৯ জন।