গাইবান্ধায় মুক্তিযোদ্ধার পরিবারের উপর প্রতিপক্ষের হামলা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৭ আগস্ট, ২০২০

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বীর মুক্তিযোদ্ধা পরিবারের উপর প্রতিপক্ষের হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। ১৭ আগষ্ট (সোমবার) দুপুরে উপজেলার পবনাপুর ইউনিয়নের পবনাপুর গ্রামে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, উপজেলার পবনাপুর ইউনিয়নের পবনাপুর গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনের ছেলে মৃত আব্দুর রউফ ডিপটি পুলিশ একই গ্রামের পাশাপাশি বাড়ীর মৃত-আজিজার রহমানের ছেলে রফিকুল ইসলামের নিকট ১৯৯৯ সালে দলিল নং- ৩৯৩৩ মূলে জমি ক্রয় করে। উক্ত জমি নিয়ে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সাথে একই গ্রামের মৃত হাফিজারের ছেলে আনিছুর রহমান গংদের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন উক্ত জমি অন্যায় ভাবে দাবী করে রফিকুলের ভাজিতা আনিছুরসহ অন্যান্যরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত সন্ত্রাসী কায়দায় মরহুম বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনের পরিবারের উপর আকস্মিক হামলা চালিয়ে বসতবাড়ীর ইট এবং টিন দিয়ে তৈরী সীমানা প্রাচীর ভাংচুর করে। উক্ত জমি সংক্রান্ত বিষয় নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে কয়েক দফা শালিস দরবার হয়। আনিছুর গংরা এতেও ক্ষান্ত না হয়ে দফায়-দফায় হামলা ও ভাংচুরের ঘটনায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন ভয়ে হতাশাগ্রস্থ হয়ে পড়েছে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023