রিপোর্টার,ঢাকা
খুলনা মহানগর আওয়ামী লীগ নেতাদের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম.কামাল হোসেন।
এক শোক বার্তায় এস.এম.কামাল হোসেন বলেন, খুলনা মহানগরীর ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম কাজী বেলায়েত হোসেনের সহধর্মিণী, খুলনা মহানগর আওয়ামী লীগ নেতা কাজী জাহিদ হোসেন, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক নেতা কাজী জাকির হোসেন এবং মহানগর যুবলীগের সদস্য কাজী কামাল হোসেনের মাতা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। এস.এম.কামাল হোসেন বলেন, মহান আল্লাহ্ মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।