ডেস্ক রিপোর্ট
চীনের সঙ্গে চরম সংঘাতের পর এবার ভারতের হিমাচল প্রদেশে জারি করা হলো হাই অ্যালার্ট। হিমাচল প্রদেশের একাধিক জায়গায় ভারতীয় সেনাবাহিনীকে সজাগ থাকতে বলা হয়েছে। কেননা ওই প্রদেশে চীনা সেনাদের এগিয়ে আসার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ভারত।
হিমাচলের লাহোল, স্পিতি ও কিন্নরের গ্রামবাসীদের সুরক্ষা দিতে বিশেষ নির্দেশিকা জারি করেছে ভারত। ওই সমস্ত জেলার সীমান্তবর্তী এলাকায় আইটিবিপি ও হিমাচল প্রদেশ পুলিশকে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে মোতায়েন রাখা হয়েছে। মূলত, লাহোল, স্পিতি এবং কিন্নরের পাশেই রয়েছে ভারত চীন সীমান্ত।
মঙ্গলবার রাতে ভারতের সরকারি সুত্রে জানা যায়, চীনের সেনাদের সঙ্গে সংঘর্ষে ভারতের ২০ জন সেনা শহীদ হয়েছেন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে। জানা গিয়েছে, চরম প্রতিকুল আবহাওয়ার মধ্যে লাদাখে এখনও চার ভারতীয় জওয়ান জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
অন্যদিকে চীনের তরফে ৪৩ জন চীনা সেনা হতাহত হয়েছে বলেও জানা যাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরেই ভারত চীন সীমান্তের লাদাখের প্যাংগং সো, গালওয়ান ভ্যালি, ডেমচক ও দাউলাত বেগ ওলডিতে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছিলো। চীনা সেনাবাহিনীর কয়েকজন কর্মী প্যাঙ্গগং সো-এর মতো বেশ কিছু জায়গায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে প্রবেশ করে বলে অভিযোগ ওঠে। তারপর থেকেই চড়তে শুরু করে উত্তেজনার পারদ।
উল্লেখ্য, দীর্ঘ ৪৫ বছর পর ভারত চীন নিয়ন্ত্রণরেখায় রক্তপাতের ঘটনা ঘটলো। ১৯৭৫ সালে শেষ বার ভারত চীন সীমান্তে শহীদ হয়েছিলেন কোনও ভারতীয় জওয়ান। তারপর ভারতের পূর্ব লাদাখের এই এলাকাগুলি থেকে চীনা সেনারা সরে গিয়েছিলো। সেনাবাহিনী ও যুদ্ধযান সরিয়ে নিয়েছিল ভারতও।