শিরোনাম :
রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি : জামায়াত আমির কড়াইল বস্তির বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত বগুড়ায় গ্যাস সিলিন্ডারের দোকানে ভোক্তা অধিকারের অভিযান দশ হাজার জরিমানা বগুড়ায় আমীরে জামায়াতের জনসভা সফল করতে ১০ দলীয় জোটের সভা শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে চূড়ান্ত বৈধ প্রার্থী ৭ জন শিবগঞ্জে অবৈধ মাটি মহলে মোবাইল কোর্ট পরিচালনায় ১০ হাজার টাকা জরিমানা শাজাহানপুরে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত কিশোরের অবস্থা আশঙ্কাজনক

ট্রাম্পকে তালাক দিচ্ছেন মেলানিয়া!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৪ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট

আবারও খবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাম্পত্য জীবন। জানা যায় তৃতীয় স্ত্রী মেলানিয়া নাকি তার সঙ্গে আর সংসার করতে চাইছেন না। তিনি ট্রাম্পকে ছেড়ে যেতে সুযোগের অপেক্ষায় আছেন। প্রেসিডেন্ট পদে ট্রাম্পের মেয়াদ শেষ হলেই নাকি ডিভোর্সের আবেদন করবেন মেলানিয়া।

 

এমনটাই দাবি করেছেন ট্রাম্পের সাবেক রাজনৈতিক সহযোগী ওমারোসা এম নিউম্যান। সূত্র: আইবি টাইমসডটকম

 

ট্রাম্পের প্রাক্তন রাজনৈতিক সহযোগী ওমারোসা এম নিউম্যান ‘Unhinged: An Insider’s Account of the Trump White House’ শিরোনামে যে বই লিখেছেন, সেখানে মার্কিন প্রেসিডেন্টের দাম্পত্য জীবনের নানা চাঞ্চল্যকর বিষয় তুলে ধরা হয়েছে।

 

নিউম্যানের দাবি, মার্কিন প্রেসিডেন্টের দাম্পত্য জীবন মোটেই সুখের নয়। এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান ফার্স্ট লেডি মেলানিয়া। কিন্তু তিনি ভালো করেই জানেন, যতদিন ট্রাম্প প্রেসিডেন্ট পদে আছেন ততদিন তার পক্ষে এই বিয়ে ভেঙে দেওয়া সম্ভব নয়। তাই প্রেসিডেন্ট পদে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার অপেক্ষায় আছেন তিনি।

 

ওমারোসা এম নিউম্যান লিখেছেন, কেননা ট্রাম্প প্রেসিডন্ট পদে থাকাকালীন মেলানিয়া ডিভোর্স চাইলে বিপদে পড়ে যেতে পারেন। তখন যে কোনও অজুহাতে ট্রাম্প তাকে শাস্তি দিতে পারেন।

 

এ নিয়ে নিউম্যানের অভিমত, ‘আমার মনে হয়, মেলানিয়া সঠিক মুহূর্ত খুঁজছেন। ট্রাম্প প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার পরপরই তিনি তাকে তালাক দেবেন।’

 

ট্রাম্পকে ছেড়ে যেতে মেলানিয়ার কিসের ভয়, সে কথাও বইটিতে উল্লেখ করা হয়েছে।

 

লেখিকা নিউম্যান বলেন, মেলানিয়া কীভাবে যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিকত্ব পেয়েছেন তা মার্কিন প্রেসিডেন্টের অজানা নয়। এখন মেলানিয়া বিবাহ বিচ্ছেদ চাইলে সেই অস্ত্রই প্রয়োগ করতে পারেন ট্রাম্প। যদিও কী কারণে আমেরিকার ফার্স্ট লেডি ডিভোর্স চাইছেন, সে বিষয়ে ওই বইতে খোলসা করে কিছু বলা হয়নি।

 

তবে নিউম্যানের আনা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মেলানিয়া। মার্কিন ফার্স্ট লেডির দাবি, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যই নিউম্যান তার বইতে এসব অবাস্তব ও মনগড়া কথা লিখেছেন।

 

মার্কিন ফার্স্ট লেডির মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, নিউম্যান হোয়াইট হাউজের কর্মী ছিলেন ঠিকই কিন্তু ট্রাম্পের সঙ্গে তার তেমন দেখা সাক্ষাৎ ছিল না। তাই ট্রাম্প দম্পতির দাম্পত্য জীবন নিয়ে তিনি নিজের বইয়ে যে সমস্ত কথা লিখেছেন, তার পুরোটাই আষাঢ়ে গল্প।

 

তবে এবারই প্রথম নয়। বিভিন্ন সময়ে ট্রাম্প দম্পতির অশান্তির নানা খবর মার্কিন সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে। এর আগে ২০১৯ ও ২০১৮ সালেও ট্রাম্প-মেলেনিয়ার ছাড়াছাড়ি হওয়ার সম্ভবনা নিয়ে খবর প্রকাশিত হয়েছিল। তবে ছাড়াছাড়ি না হলেও ট্রাম্পের সঙ্গে মেলানিয়া যে সুখে নেই তা ঠিকই অনুমান করা যায়।

 

প্রসঙ্গত, মেলানিয়া ট্রাম্পের জন্ম যুগোস্লাভিয়ায়, ১৯৭০ সালের ২৬ এপ্রিল। ট্রাম্পের স্ত্রী হওয়ার আগে তিনি মডেল হিসাবে কাজ করতেন। ১৯৯৬-এ নিউইর্য়ক আসার দু বছর পর একটি ফ্যাশন শোতে ডোনাল্ড ট্রাম্প এর সঙ্গে মেলানিয়ার দেখা হয়। তখন ট্রাম্প বিবাহিত ছিলেন। তবে দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলসের কাছ থেকে আলাদা থাকতেন। প্রথম দেখাতেই সুন্দরী মেলানিয়ার প্রেমে পড়েন ট্রাম্প এবং তাকে পটাতে যাবতীয় কৌশল প্রয়োগ করেন। শেষে ট্রাম্পের ছলাকলার কাছে হার মানেন মেলানিয়া এবং ওই ধণাঢ্য ব্যবসায়ীর সঙ্গে প্রণয়ে জড়িয়ে পড়েন। নানা ঘাত-প্রতিঘাতের পর ২০০৫ সালে মেলানিয়া ও ট্রাম্প বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

 

এর আগে ২০০১ সাল থেকেই আমেরিকার স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস শুরু করেছিলেন মেলানিয়া। কিন্তু ট্রাম্পকে বিয়ে করার মাত্র এক বছর পরই তিনি সে দেশের নাগরিকত্ব পান। আর ২০১৭ সালের ২০ জানুয়ারি থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডির দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023