শিরোনাম :
বগুড়ায় গ্যাস সিলিন্ডারের দোকানে ভোক্তা অধিকারের অভিযান দশ হাজার জরিমানা বগুড়ায় আমীরে জামায়াতের জনসভা সফল করতে ১০ দলীয় জোটের সভা শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে চূড়ান্ত বৈধ প্রার্থী ৭ জন শিবগঞ্জে অবৈধ মাটি মহলে মোবাইল কোর্ট পরিচালনায় ১০ হাজার টাকা জরিমানা শাজাহানপুরে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত কিশোরের অবস্থা আশঙ্কাজনক ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা, জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০ বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান ইরানের মাশহাদ বিক্ষোভকারীদের দখলে, ভিডিও পোস্ট করে ট্রাম্পের দাবি

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ২৮ লাখ ৩০ হাজার মানুষ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

ডেস্ক রিপোর্ট

বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলের ২৮ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। এদের মধ্যে শুক্রবার মাত্র একদিনেই আক্রান্ত হয়েছে ১ লাখের বেশি মানুষ।

 

 

ওয়ার্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান বলছে, বর্তমানে বিশ্বের ২৮ লাখ ৩০ হাজার ৮২ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে শুক্রবার গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৫ হাজার ৬১৬ জন।

 

এ পর্যন্ত মারা গেছে সবমিলিয়ে ১ লাখ ৯৭ হাজার ২৪৬ জন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬ হাজার ১৭৪ জন।

 

ইতিমধ্যে করোনা থেকে সেরে উঠেছেন বিশ্বের প্রায় ৮ লাখ মানুষ। অর্থাৎ ৭ লাখ ৯৮ হাজার ৩৭১ জন।

 

এখনও চিকিৎসাধীন রয়েছেন আরও ১৮ লাখ ৩৩ হাজার ১৫৫ জন। এদের মধ্যে ৫৮ হাজারের বেশি মানুষের অবস্থা আশঙ্কাজনক।

 

করোনায় আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা সংক্রমণ কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।

 

যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছে ৫২ হাজারের বেশি মানুষ

 

দেশটিতে শুক্রবার ২৪ ঘণ্টায় মারা গেছে করোনায় আক্রান্ত আরও ২ হাজারের মতো মানুষ। অর্থাৎ ১ হাজার ৯শ ৫১ জন। ফলে সেখানে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ১৮৫ জন।

 

এদিকে যুক্তরাষ্ট্রে শুক্রবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও প্রায় ৪০ হাজার মানুষ। অর্থাৎ ৩৮ হাজার ৭৬৪ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ২৫ হাজার ৩৮ জন। দেশটিতে সুস্থ হয়েছেন ১ লাখ ১০ হাজার ৪৩২ জন।

 

এখনও সেখানে চিকিৎসাধীন রয়েছে আরও প্রায় সাড়ে ৭ লাখের বেশি মানুষ। অর্থাৎ ৭ লাখ ৬২ হাজার ৪২১ জন। এদের মধ্যে ১৫ হাজার মানুষের অবস্থা আশঙ্কাজনক। ফলে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা যে আরও বাড়বে তাতে কোনও সন্দেহ নেই।

 

স্পেনে একদিনে আক্রান্ত ৬ হাজারের বেশি

 

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে স্পেনের মানুষ। শুক্রবার গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে আরও ৬ হাজার ৭৪০ জন। অর্থাৎ ওইদিন তারা আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে। ফলে দেশটিতে মোট আক্রান্ত বেড়ে হয়েছে ২ লাখ ১৯ হাজার ৭৬৪ জন।

 

তবে স্পেনে করোনায় মৃত্যুর হার বেশ কমেছে। শুক্রবার দেশটিতে মারা গেছে আরও ৩৬৭ জন। ফলে সেখানে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৫২৪ জনে।

 

দেশটিতে সুস্থ হয়েছেন মোট ৯২ হাজার ৩৫৫ জন। এখনও সেখানে চিকিৎসাধীন রয়েছে আরও ১ লাখের বেশি মানুষ। এদের মধ্যে ৭ হাজার ৭০৫ জনের অবস্থা গুরুতর।

 

অন্যান্য দেশের করোনা পরিস্থিতি

 

যুক্তরাষ্ট্রের পর মৃতের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ২৫ হাজার ৯৬৯ জন। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৯২ হাজার ৯৯৪ জন।

 

ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৫৯ হাজার ৮২৮ জন এবং মারা গেছে ২২ হাজার ২৪৫ জন। জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৫৪ হাজার ৯৯৯ জন। আক্রান্তের তুলনায় দেশটিতে মৃত্যু অনেক কম, মাত্র ৫ হাজার ৭৬০ জন।

 

যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা হচ্ছে ১ লাখ ৪৩ হাজার ৪৬৪ জন। মৃত্যু হয়েছে ১৯ হাজার ৫০৬ জনের।

 

তুরস্কে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪ হাজার ৯১২ জন এবং দেশটিতে মারা গেছে ৩ হাজার ১২২ জন। ইরানে আক্রান্ত ৮৮ হাজার ১৯৪ জন এবং মৃত্যু ৫ হাজার ৫৭৪ জন।

 

করোনার উৎপত্তিস্থল হিসাবে পরিচিত চীনে আক্রান্ত হয়েছে মোট ৮২ হাজার ৮০৪ জন। সেখানে এ পর্যন্ত মারা গেছে ৪ হাজার ৬৩২ জন।

 

এছাড়া রাশিয়াতে আক্রান্ত ৬৮ হাজার ৬২২ জন ও মৃত্যু ৬১৫; ব্রাজিলে আক্রান্ত ৫২ হাজার ৯৯৫ জন, মৃত্যু ৩ হাজার ৫০৩ জন; বেলজিয়ামে আক্রান্ত ৪৪ হাজার ২৯৩ জন ও মৃত্যু ৬ হাজার ৬৭৯ জন।

 

বাংলাদেশেও শুক্রবার পর্যন্ত সরকারি হিসেবে করোনায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬৮৯ জন এবং মারা গেছে মোট ১৩১ জন।

 

সূত্র: ওয়ার্ল্ডোমিটার

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023