মায়ের অনুপস্থিতির সুযোগে ছয় বছরের শি’শুকে ধ’র্ষণ করেছে সৎবাবা আবু তাহের। মেহেরপুরের গাংনী উপজে’লার ধানখোলা গ্রামে এ ঘটনা ঘটেছে। রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে নিজ বাড়িতে একা পেয়ে শি’শুটিকে ধ’র্ষণের চেষ্টা করে সে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে আবু তাহের।
আজ (১৬ ডিসেম্বর) দুপুরে গাংনী উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সে শি’শুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক।
গাংনী উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শায়লা আহম্মেদ জানান, প্রাথমিকভাবে মিশুটিকে ধ’র্ষণের আলামত মিলেছে।
ভুক্তভোগী শি’শুটির মা জানান, রোববার দুপুরে তিনি পাশের বাড়িতে খড়ি আনতে গিয়েছিলেন। এ সময় তার স্বামী নিজ ঘরে মেয়েকে ধ’র্ষণের চেষ্টা করে। মেয়ের চি’ৎকার শুনে তিনি দৌড়ে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় তাকে দেখে পালিয়ে যায় স্বামী আবু তাহের। মেয়ের শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের দাগসহ ধ’র্ষণের অন্যান্য আলামত দেখতে পান।
তিনি জানান, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর কয়েক বছর আগে মেয়েকে নিয়ে তাহেরের সঙ্গে ফের সংসার পাতেন।
গাংনী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শায়লা আহম্মেদ আরও বলেন, শি’শুটির গো’পনাঙ্গে র’ক্তক্ষরণের আলামত রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
গাংনী থা*নার ভারপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, বিষয়টি জানার পর থেকেই অ’ভিযুক্ত তাহেরকে গ্রে’ফতারের চেষ্টা চলছে।