মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট: কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বগুড়া জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী হিরোসহ ৩ জনকে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে স্থানীয় জনগন আটক করে পুলিশে সোপর্দ করেছে বলে জানা গেছে।
সূত্রের খবর,কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বগুড়া জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাশরাফী হিরো,জেলা যুবলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু,বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আরিফুর রহমানকে শুক্রবার সন্ধায় রাজধানীর গুলিস্তান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকা থেকে স্থানীয় জনতা আটক করে রাখে।
দীর্ঘক্ষন তাদেরকে আটক রেখে পরে পুলিশের নিকট সোপর্দ করে বলে জানা গেছে। পুলিশ সূত্র জানায়,গত বছর ২০২৪ সালের আগষ্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বগুড়ায় ছাত্র হত্যা, হামলা, বিস্ফোরণসহ বিভিন্ন অভিযোগে এই তিন জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আগামীকাল শনিবার তাদের বগুড়ায় আনা হতে পারে বলে সূত্রের খবর।