মনোয়ার ইমাম,কলকাতা থেকে:গতকালই দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে নৌসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই মাঝে আরব সাগরে লাইভ ফয়ারিং অনুশীলন শুরু নৌবাহিনীর। এই আবহে পাকিস্তানের বুক কেঁপে উঠতে পারে। অবশ্য তারাও ভারতের পালটা অনুশীলন চালু করেছে আরব সাগরে।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই তিন বাহিনীকে যথাযথ পদক্ষেপের অবাধ স্বাধীনতা দিয়েছেন। এরপরই পাকিস্তানে তোলপাড় শুরু হয়েছে। পাকিস্তান সরকার ও সেনাবাহিনী উভয়ই ঘাবড়ে গেছে এতে। ভারতের হামলার ভয়ে ভীত পাকিস্তান। একই সঙ্গে আরব সাগরে মহড়া শুরু করেছে ভারতীয় নৌবাহিনী। সূত্রের খবর, শনিবার থেকে লাইভ ফায়ারিং ড্রিল শুরু করেছে নৌসেনা। এই মহড়া চলবে ৭ মে পর্যন্ত।
লাইভ ফায়ারিং ড্রিল হল যুদ্ধপরিস্থিতি মতো অনুশীলন করা। এতে একটি সম্পূর্ণ যুদ্ধের মতো পরিবেশ তৈরি করা হয়। এই মহড়া মূলত অস্ত্র পরীক্ষা এবং যুদ্ধের প্রস্তুতির জন্য করা হয়। এর আগে গতকালই সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। বর্তমান মহড়া ও প্রস্তুতি সম্পর্কে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্পূর্ণ তথ্য দিয়েছেন।
গত কয়েকদিন ধরেই ভারতীয় নৌবাহিনী তার এক্সক্লুসিভ ইকোনমিক জোনে আরব সাগরে তৎপরতা চালাচ্ছে। পাশাপাশি যুদ্ধজাহাজগুলোকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। সূত্রের খবর, ১ মে ভারতীয় নৌবাহিনী উপকূলবর্তী এলাকায় লাইভ ফায়ারিং ড্রিলের চালানোর সবুজ সংকেত দিয়েছিল। আর এখান থেকে প্রায় ৮৫ নটিক্যাল মাইল দূরে আরব সাগরে তৎপরতা চালাচ্ছে পাকিস্তান।