শিরোনাম :
রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি : জামায়াত আমির কড়াইল বস্তির বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত বগুড়ায় গ্যাস সিলিন্ডারের দোকানে ভোক্তা অধিকারের অভিযান দশ হাজার জরিমানা বগুড়ায় আমীরে জামায়াতের জনসভা সফল করতে ১০ দলীয় জোটের সভা শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে চূড়ান্ত বৈধ প্রার্থী ৭ জন শিবগঞ্জে অবৈধ মাটি মহলে মোবাইল কোর্ট পরিচালনায় ১০ হাজার টাকা জরিমানা শাজাহানপুরে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত কিশোরের অবস্থা আশঙ্কাজনক

করোনার চার মাস: আক্রান্ত ৩০ লাখের ১০ লাখ যুক্তরাষ্ট্রে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

ডেস্ক রিপোর্ট

২৯ ডিসেম্বর, ২০১৯। এই দিনটিতে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছিলেন। এরপরের চার মাসে বিশ্বের অন্তত ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ মারণ ভাইরাস।

 

বিশ্বব্যাপী মহামারি ধারণ করা প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত ৩০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। বিশ্বজুড়ে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন অন্তত ৯ লাখের বেশি রোগী।

 

গবেষণাভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলোতে এ পর্যন্ত ৩০ লাখ ৫৫ হাজার ৬শ জনের বেশি আক্রান্ত হয়েছেন। আর করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে ১০ লাখ ৪ হাজার ৯শ ৪২ জন।

 

এদিকে জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত, বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ২৯ হাজার ৪শ ৫২ জন। তবে জনস হপকিন্স’র তথ্যমতে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১০ লাখের কিছু কম (৯ লাখ ৮৫ হাজার ৩শ৭৪ জন)।

 

আক্রান্তের মত করোনায় সবচে বেশি মৃত্যুর ঘটনাও যুক্তরাষ্ট্রে। সারাবিশ্বে আক্রান্ত দেশগুলো মিলিয়ে যেখানে ২ লাখ ১১ হাজার মানুষের মৃত্যু হয়েছে, সেখানে শুধু যুক্তরাষ্ট্রেই ৫৬ হাজার ৫শ ২৭ জন।

 

করোনার হানায় রীতিমতো মৃত্যু উপত্যকায় পরিণত হয়ে ইউরোপ। বিশ্বজুড়ে প্রাণহানির প্রায় অর্ধেকই হয়েছে এ অঞ্চলে। স্পেনে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৪২২ জন। মারা গেছেন ২৩ হাজার ৫২১ জন।

 

স্পেনের পর সবচে বেশি ইতালিতে ১ লাখ ৯৯ হাজার ৪১৪ মানুষ আক্রান্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন ২৬ হাজার ৯৭৭ জন। ফ্রান্সে করোনায় আক্রান্ত ১ লাখ ৬২ হাজার ২২০ জন, মৃত্যু ২২ হাজার ৮৯০ জনের।

 

আক্রান্তের দিক থেকে শীর্ষ পাঁচে থাকা জার্মানিতে ১ লাখ ৫৮ হাজার ৩শ ৮৯ জন আক্রান্ত হয়ছেন। তবে দেশটিতে আক্রান্তের তুলনায় মৃত্যুহার অনেক কম। আক্রান্তদের মধ্যে ৬ হাজার ৫০ জনের প্রাণ হারিয়েছেন। এছাড়া, যুক্তরাজ্যে ১ লাখ ৫৭ হাজার ১৪৯ জন করোনা শনাক্ত হয়েছেন, মারা গেছেন ২১ হাজার ৯২ জন।

 

এছাড়া দেশে এ পর্যন্ত ৫ হজারা ৯শ ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১৫২ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৩১ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023