মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট: মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় পরীক্ষায় কম নম্বর পাওয়ায় ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রী। সম্প্রতি স্কুল পরীক্ষায় কম নম্বর পাওয়ার পর অভিমান করে বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী তাজনীন রাফা (১৪) আত্মহত্যা করে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। তাজনীন রাফা চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রংবলিয়া গ্রামের ইতালিপ্রবাসী আরিফ হোসেন টিটুর মেয়ে। তার পরিবার রাজধানীর মহাখালী ওয়ারলেস গেট এলাকার একটি চারতলা বাড়ির চতুর্থ তলায় ভাড়া থাকতেন।
সূত্রের খবর,বুধবার (২৩ জুলাই) বিকেল পাঁচটার দিকে তাজনীন রাফা (১৪) নামে ওই শিক্ষার্থী তাদের ভাড়া বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসক তাজনীন রাফাকে মৃত ঘোষণা করেন।
নিহত ছাত্রী তাজনীন রাফা’র মা নুপুর সাংবাদিকদের জানান, কয়েকদিন আগে পরীক্ষায় সে একটি বিষয়ে কম নম্বর পায়। এ নিয়ে তাকে শুধুই জিজ্ঞেস করেছিলাম, কেন এমন হয়েছে। এরপর বিকেল ৫টার দিকে আমাদের সবার অগোচরে সে বারান্দা থেকে নিচে লাফিয়ে পড়ে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মুক্তজমিন ডিজিটালকে বলেন, স্কুল ছাত্রীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ইতিমধ্যে বনানী থানা পুলিশকে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্কুল ছাত্রী তাজনীন রাফা’র মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।