৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করায় আপত্তি,পুনর্বিবেচনার কথা ভাবছে সরকার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৮ জুন, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ই আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করায় আপত্তি উঠেছে বিভিন্ন মহল থেকে। ৫ই আগস্ট গণ-অভ্যুত্থান দিবসের পর ৮ই আগস্টকে কেন নতুন আরেকটি দিবস হিসেবে পালন করতে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বলা হচ্ছে ৮ই আগস্ট নয় ৫ই আগস্টই নতুন বাংলাদেশের যাত্রার দিন। নতুন বাংলাদেশ দিবস ঘোষণা হলে এদিনকেই ঘোষণা করার কথা। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন পক্ষ সরাসরি এই দিবস ঘোষণার কড়া সমালোচনা করেছে। একই সঙ্গে ‘নতুন বাংলাদেশ’ এমন শিরোনামে দিবস ঘোষণার আইনী ও সাংবিধানিক ভিত্তি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

ওদিকে সমালোচনার মুখে এই দিবস নিয়ে সিদ্ধান্ত পুর্নবিবেচনার কথা ভাবছে সরকার। শুক্রবার সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিবিসি বাংলাকে বলেছেন, দিবসগুলোর বিষয়ে দুই-একদিনের মধ্যে পুনর্বিবেচনার সিদ্ধান্ত আসতে পারে। ‘নতুন বাংলাদেশ দিবস’-এর পাশাপাশি ১৬ই জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ এবং পাঁচই অগাস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করে গত বুধবার একটি পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।এদিকে ৫ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। শুক্রবার তার ভেরিভায়েড ফেসবুক পেইজে তিনি একথা লেখেন।

এছাড়া ৮ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস নিয়ে আপত্তি তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেতা। দলটির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার নিজেদের ফেসবুক পোস্টে এই আপত্তি জানান। ফেসবুক পোস্টে আখতার হোসেন লিখেন, ‘নতুন বাংলাদেশ দিবস সেদিন হবে, যেদিন জুলাই ঘোষণাপত্র আসবে, যেদিন মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ হবে।’

হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘নতুন বাংলাদেশের জন্ম হয়েছে ৫ আগস্ট। ৮ আগস্ট না। ৫ আগস্টের সাধারণ ছাত্র–জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেয়া হবে না।’ সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, ‘৮ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি। দ্বিতীয় স্বাধীনতা নষ্টের, ছাড় দেয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023